1. admin@bangladeshtimes71.com : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার মুগ ডাল সংগ্রহে ব্যস্ত বরগুনার কৃষক-কৃষাণী!!  দশমিনায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনায় লিফলেট বিতরণ!! দিঘলিয়ায় নির্বাচনী মাঠে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা আকৃষ্ট করল ভোটারদের ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে মৎস্য হ্যাচারী ম্যানেজারকে মারধর অভিযোগে মামলা তদন্তে পিবিআই!! পবিপ্রবির ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সমঝোতা চুক্তি স্বাক্ষর। গলাচিপায় এস. ডি. এফ-এর আওতায় ষ্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম-দুর্নীতি  !! গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ। দুমকি থানার হত্যা মামলার প্রধান ০২ জন আসামী গ্রেফতার। মায়ের ছায়া সমিতির ৯০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে ৫ প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ভুক্তভোগীদের!! স্বেচ্ছাসেবক লীগ নেতার জমিতে সাইনবোর্ড সাটালেন পটুয়াখালী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন চেয়ারম্যান!!

উপজেলা নির্বাচনে হিমেলকে, ভাইস-চেয়ারম্যান পদে দেখতে চায় দুমকিবাসি।। 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৬ বার পঠিত

উপজেলা নির্বাচনে হিমেলকে, ভাইস-চেয়ারম্যান পদে দেখতে চায় দুমকিবাসি।। 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন উপজেলা নির্বাচনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বাসীদের এবারের নির্বাচনে স্বপ্ন দেখাতে নয় স্বপ্ন বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েই শীর্ষ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবীন নেতৃত্ব সৈয়দা রেজওয়ানা হিমেল । আধুনিক স্মার্ট দুমকি উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবারের উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক পরিবারের নতুন সম্ভবনাময়ী মুখ হিমেল।

জানা যায়, সৈয়দা রেজওয়ানা হিমেল এর জন্ম ও বেড়ে উঠা, উপজেলার আংগারিয়া ইউপির জলিশা গ্রামে, বাবা সৈয়দ ফরহাদ হোসেন হাফেজ মাস্টার (অবসরপ্রাপ্ত শিক্ষক) , মা হোসনেয়ারা বেগম (প্রধান শিক্ষক) সরকারী প্রাথমিক বিদ্যালয় । পড়ালেখা করেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, একজন শিক্ষিত, কর্মদক্ষ, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত রেজওয়ানা হিমেল , নিজেকে গড়ে তুলেছেন । শতভাগ বাস্তবায়ন করার সম্ভাবনার জায়গা থেকে দুমকি বাসীকে স্বপ্ন দেখাতে চান ও তা বাস্তবায়নে কাজ করতে চান, তিনি মনে করেন সরকারি বা বিদেশি প্রজেক্ট এনে দুমকিতে বড় বড় প্রজেক্ট এনে এই জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়া সম্ভব, শতভাগ আত্মবিশ্বাসী সামনে যে সময় ও সুযোগ এসেছে তা তিনি দুমকির উন্নয়নে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চান তিনি। সৈয়দা রেজওয়ানা হিমেলকে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান হিসাবে দেখতে চায় দুমকির সর্বস্তরের জনগন। সৈয়দা রেজওয়ানা হিমেল বলেন, একটা যুবজাগরণের স্বপ্ন দেখেন যেখানে ছোটরা বড়দের সম্মান আর বড়রা ছোটদের স্নেহ করবে, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সৌহার্দ্যপূর্ণ জনপদ গড়ে তুলতে চান তিনি, বহু রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী ও প্রয়োজনের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল এরূপ অনেক বিষয় সুপরিকল্পিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করে এ উপজেলাকে দেশের মধ্যে অনুকরণীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। তথ্যপ্রযুক্তি নির্ভর সময়োপযোগী নেতৃত্ব হিমেল দুমকিবাসীকে গতানুগতিক উন্নয়নের পাশাপাশি স্বপ্ন দেখাতে চান বড় বড় মেগা প্রজেক্ট দুমকিতে এনে তা বাস্তবায়ন করে সারাদেশের মধ্যে অনুকরণীয় স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে। তিনি আরো বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে, জনসচেতনা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। আমাকে নির্বাচিত করলে আমি সাধারন জনগনের সেবা করার সুযোগ পাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর